সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মীজানুর রহমানের মেয়াদ বাড়ল চার বছর

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানকে দ্বিতীয় মেয়াদে আরও চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওই পদে এ পুনর্নিয়োগ দিয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে নিয়োগ পেয়ে উপাচার্য প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, প্রধানমন্ত্রী তাকে যে দায়িত্ব প্রদান করেছেন অতীতের মতো নিষ্ঠার সঙ্গে তা পালন করবেন। আবাসন সংকট নিরসন করাই তার প্রাথমিক কাজ হবে। অধ্যাপক ড. মীজানুর রহমান ২০১৩ সালের ২০ মার্চ চতুর্থ উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।

এরপর থেকেই পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি সাংস্কৃতিক বলয় তৈরি করেন। আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ছিলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে ছিলেন। আন্তর্জাতিক জার্নালে তার ২৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর