সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন দাবিতে জমায়েত

নিজস্ব প্রতিবেদক

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর বাস্তবায়ন দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন গণমোর্চা গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে গণজমায়েত করেছে।

জমায়েতে বক্তারা বলেন, বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১-এর পুনঃবাস্তবায়ন না হওয়ায় দেশের ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ির মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার হচ্ছেন। এ নির্যাতন ও শোষণ বন্ধ করতে হবে। এতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, ভারপ্রাপ্ত মহাসচিব তোজাম্মেল হক তাজিম, জাগো বাঙালির চেয়ারম্যান মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, বাংলাদেশ ন্যায়বিচার পার্টির সভাপতি হোসেন খান লিটন, নাগরিক অধিকার পার্টির চেয়ারম্যান দুলাল সাহা প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর