মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা
নাশকতার পরিকল্পনার অভিযোগ

ইবনে সিনার ২৬ কর্মী আটক

গাজীপুর প্রতিনিধি

নাশকতার পরিকল্পনার অভিযোগে গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ২৬ কর্মকর্তা-কর্মচারীকে গতকাল আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তারা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে পুলিশের দাবি।

গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, নাশকতার পরিকল্পনা করছিলেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে ইন্সপেক্টর রেজাউল করিমের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কারখানা ও এর আবাসিক ভবনে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় পুলিশ কারখানার ব্যবস্থাপক মো. জাকারিয়া, কর্মকর্তা মো. তামিম ও ইসমাইল হোসেন এবং নিরাপত্তাকর্মী জয়নাল ফকির, রমজান ফকির, আবদুল বাতেন, জাহিদুল ইসলাম, পিয়ার আহমেদ, দীন ইসলামসহ ২৬ জনকে আটক করে। তাদের মধ্যে ১২ জন কর্মকর্তা ও কর্মচারী এবং ১৪ জন নিরাপত্তাকর্মী রয়েছেন। তারা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, সোমবার ভোর ৪টার দিকে একটি ভ্যান ও তিনটি মাইক্রোবাস নিয়ে পুলিশ প্রথমে কারখানায় ও পরে আবাসিক ভবনে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর