মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

কলকাতায় আটক দুই বাংলাদেশি কিশোরী দেশে ফেরার অপেক্ষায়

কলকাতা প্রতিনিধি

২০১৩ সালের ১০ মে কলকাতার মিলেনিয়াম পার্ক থেকে উদ্ধার করা ১৩ ও ১৫ বছরের দুই বাংলাদেশি কিশোরী চার বছর ধরে আটক রয়েছে। মিলেনিয়াম পার্কে সন্দেহজনক ঘুরতে দেখে তাদের আটক করেছিলেন কলকাতা পুলিশের অবৈধ পাচার বিভাগের কর্মকর্তারা। জানা গেছে, এরপর পশ্চিমবঙ্গেরই একটি হোমে পাঠানো হয় এদের। দুই কিশোরী সম্পর্কে আপন বোন। তারা বাংলাদেশের ভোলা জেলার চারফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের বাসিন্দা। কিন্তু দীর্ঘ চার বছর কেটে গেলেও দেশে ফিরতে পারছে না তারা। বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় সরকারি কাগজপত্রও তৈরি হয়েছে, কিন্তু তাদের দেশে ফেরার পথে বাধা হয়েছে আদালত। এ-সংক্রান্ত মামলাটি এখনো কলকাতার সিটি সেশন কোর্টে বিচারাধীন।

আদালতের তরফ থেকে বলা হয়েছে, দুই কিশোরী এখনই দেশে ফিরতে পারবে না, কারণ তারা দেশে ফিরে গেলে তাদের জবানবন্দি নথিভুক্ত করা যাবে না এবং তাদের জেরাও করা যাবে না। যদিও এ বিষয়ে মুখ খুলতে চায় না দুই কিশোরী। এক কিশোরী জানায়, ‘আমি তখনই মুখ খুলব যদি আপনারা আমাকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে পারেন। দীর্ঘ সময় ধরে আমরা দেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। আমরা আর এই বন্দীজীবন সহ্য করতে পারছি না।’

সর্বশেষ খবর