বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পবিপ্রবির শিক্ষকসহ ভিসি অবরুদ্ধ, প্রশাসনিক ভবনে তালা

পটুয়াখালী প্রতিনিধি

প্রবেশন প্রথা বাতিলের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থীদের আন্দোলনে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষক-কর্মকর্তাসহ ভিসি ড. হারুন-অর রশিদ। গতকাল দুপুরের দিকে প্রবেশন প্রথা বাতিল ও মানোন্নয়ন প্রথা চালুসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রধান ফটকসহ সব কটি গেটে তালা ঝুলিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় পরিস্থিতি শান্ত করতে কয়েকজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। এ সময় আন্দোলনকারীরা শিক্ষকদের উদ্দেশ করে অকথ্য ভাষায় নানান স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ফিরে আসা কৃষি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মাহবুব মোর্শেদ খান সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে আমরা মূল ফটকে যেতে চাইলে আন্দোলনরত ছাত্ররা যেতে বাধা দেয়। এ ছাড়া আর কিছুই হয়নি। শিক্ষার্থীদের দাবির পুরোটাই অযৌক্তিক।’ রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘তাদের অযৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’

সর্বশেষ খবর