বুধবার, ২২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মূর্তি না সরালে ২১ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ

-------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব বলেছেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি না সরালে আগামী ২১ এপ্রিল যে কোনো মূল্যে ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করা হবে। আর এ জাতীয় মহাসমাবেশের মাধ্যমে ইমানদার জনতা মূর্তি ভেঙে দিতে বাধ্য হবে। গতকাল পটুয়াখালীর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে স্থানীয় উলামা-মাশায়েখ ও মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

পীর চরমোনাই বলেন, অবিলম্বে মূর্তি সরাতে হবে। মূর্তির বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের জনমত সরকারের বিরুদ্ধে চলে যেতে পারে। তাই মূর্তি অপসারণ করলে সরকারেরই কল্যাণ হবে। তিনি বলেন, মূর্তির সংস্কৃতি ইসলাম বিরোধী সংস্কৃতি। মূর্তি ও ইসলাম সাংঘর্ষিক। ইসলাম এসেছে মূর্তি ধ্বংস করতে। যারা মূর্তির সংস্কৃতি লালন করে তারা ইমানদার হতে পারে না। মূর্তির পক্ষাবলম্বনকারীদের চিহ্নিত করে তাদের জানাজা কোনো আলেম পড়াবে না। তিনি বলেন, দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপিত গ্রিক দেবীর মূর্তির মাধ্যমে দেশের সিংহভাগ মানুষের ইমান-আকিদায় আঘাত হানা হচ্ছে এবং জাতীয় ঈদগাহর মুসল্লিদের নামাজ বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর