শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা
কঠোর নিরাপত্তায় ভোট

সুন্দরগঞ্জে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী ছিলেন জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল)। গোলাম মোস্তফা আহমেদের প্রাপ্ত ভোট ৯০ হাজার ১৭১। শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট। ১০৯টি ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে গতকাল রাত সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত কন্ট্রোল রুমে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাহাতাব উদ্দিন এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। এ আসনের মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩৮১ জন। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৬১৮ ভোট পড়েছে। ভোট প্রদানের হার ৪৯.৯৭ ভাগ। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন প্রার্থী। বাকি পাঁচজন হলেন— জাসদের মোহাম্মদ আলী প্রামাণিক (মশাল), জেপির ওয়াহেদুজ্জামান সরকার বাদশা (বাইসাইকেল), গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ), এনপিপির জিয়া জামান খান (আম) ও স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মোহসিন (আপেল)। প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে এ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন নিহত হলে আসনটি শূন্য হয়।

কঠোর নিরাপত্তায় ভোট : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। তবে ভোটকেন্দ্রে পরিবেশ ছিল বেশ নিরুত্তাপ। ভোটার উপস্থিতিও ছিল তুলনামূলকভাবে কম।

সর্বশেষ খবর