বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নৌকা-ধানের শীষের প্রচারে ঘাম ঝরাচ্ছেন দুই দলের নেতারা

কুমিল্লা প্রতিনিধি

আনুষ্ঠানিক প্রচারণার আর বাকি মাত্র ছয় দিন। ৩০ মার্চ যতই ঘনিয়ে আসছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের প্রচারণা ততই গতি পাচ্ছে। দম ফেলার ফুরসত নেই প্রতিদ্বন্দ্বী দুই মেয়র ও ১৫৪ জন কাউন্সিলর প্রার্থীর। বিশেষ করে নগরীর ২৭টি ওয়ার্ডে নৌকা-ধানের শীষের পক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের প্রচারণায় উৎসবের আমেজ বিরাজ করছে। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা গতকাল সকাল ৯টায় নগরীর ২২ নম্বর ওয়ার্ডে গণসংযোগ দিয়ে তার কর্মসূচি শুরু করেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করা বিএনপি দলীয় মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু প্রচারণা শুরু করেন নগরীর সদর দক্ষিণ উপজেলার ২৬ নম্বর ওয়ার্ডে। সকাল থেকে নগরীর মোগলটুলী, রাজগঞ্জে গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপি ও ২০ দলের কেন্দ্রীয় নেতারা নগরীর বিভিন্ন স্থানে প্রচারণা চালান। এ সময় কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (অব.), এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্তুজা, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাংগঠনিক সম্পাদক কর্নেল আনোয়ারুল আজিম (অব.), লায়ন হারুন অর রশিদ, মোস্তাক মিয়া, আবদুল আউয়াল খান, মোরতাজুল করীম বাদরু, মিয়া মো. মিজানুর রহমান, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গণসংযোগে নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, বাস্তবে গণতন্ত্রহরণই হচ্ছে তাদের প্রধান কাজ। আট বছরে দেশে গণতন্ত্র ও ভোটাধিকারসহ সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণ করেছে তারা।’ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘কুমিল্লায় বিএনপির প্রার্থী সবচেয়ে জনপ্রিয়, প্রতীকও জনপ্রিয়। দলও ঐক্যবদ্ধ। তাই কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত। বিএনপির বিজয় সুনিশ্চিত ভেবে ক্ষমতাসীন দল কুমিল্লায় সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে।’

আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম কোটবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় গণসংযোগ করেন। বিকালে আঞ্জুম সুলতানা সীমা গণসংযোগ শুরু করেন ২৪ নম্বর ওয়ার্ডে। বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন কেন্দ্রীয় মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, স্বাচিপ কেন্দ্রীয় নেতা ইকবাল আর্সলান, ডা. আজিজুর রহমান, আবদুল বাকী আনিস, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী অপু উকিল প্রমুখ।

এ ছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার আবদুস সবুর, বদিউজ্জামান সোহাগ, শামসুন নাহার চাঁপা, ফরিদুন্নাহার লাইলী, হারুনুর রশিদ, সমীর চন্দ, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, শিরিন রোকসানা প্রমুখ বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।

সর্বশেষ খবর