বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গি হামলার প্রতিবাদে চট্টগ্রামে মাদ্রাসা শিক্ষক শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে তা‘লীমুল কুরআন কমপ্লেক্স সেগুনবাগান মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। গতকাল সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন তা‘লীমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়্যব, উপদেষ্টা জান্নাতুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসাইন আজাদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি মুহাম্মদ আবদুল আজিজ, সরওয়ার ভান্ডারী, চিটাগাং প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ইমাম ও খতিব ফাউন্ডেশন চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ, জাতীয় শিক্ষক ফোরাম বাংলাদেশের সভাপতি মাওলানা দিদারুল মাওলা। মাওলানা নিজামুদ্দিন আল হোসাইনী ও মাওলানা আরিফুল্লাহ শাহীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শিক্ষাবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবি, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।    মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বস্তুত আন্তর্জাতিক ইসলাম-বিদ্বেষী সাম্রাজ্যবাদী গোষ্ঠীর পরিচালিত মানবতাবিরোধী অপতৎপরতার অংশ।

এর মাধ্যমে তারা একদিকে গোটা পৃথিবীতে ইসলামকে কলুষিত করছে অন্যদিকে এই বৈশ্বিক সন্ত্রাসের সবচেয়ে বড় শিকার হচ্ছে মুসলমানরাই। যারা ইসলামের নাম ও লেবাস ব্যবহার করে নিরীহ মানুষ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপরাধ সদস্যদের ওপর হামলা চালায় তারা পথভ্রষ্ট এবং ইসলামের দুশমন। কারণ ইসলামের সঙ্গে কোনো ধরনের সন্ত্রাস ও জঙ্গিবাদের সম্পর্ক নেই।

সর্বশেষ খবর