বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

হজ নিবন্ধন শুরু ২৮ মার্চ

নিজস্ব প্রতিবেদক

প্রাক-নিবন্ধনকারী হজযাত্রীদের চলতি বছর হজে যেতে নিবন্ধনের জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছে সরকার।  সরকারি ও বেসরকারি হজযাত্রীদের আগামী ২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত হজ নিবন্ধনের সময় বেঁধে দিয়েছে মন্ত্রণালয়। এ বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৬০৪ জন হজ গাইড এবং হজ ব্যবস্থাপনার জন্য হজ এজেন্সির ৮৫০ জন সৌদি আরব যাবেন। বাকি এক লাখ ১৩ হাজার ৭৪৪টি খালি কোটা পূরণের জন্য প্রাক-নিবন্ধনের সিরিয়াল ২ লাখ ১৭ হাজার ২৮৮ পর্যন্ত চলতি বছরের নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট হজ এজেন্সি তাদের ব্যাংক হিসাবে নিবন্ধন ভাউচারের মাধ্যমে বিমান ভাড়া বাবদ এক লাখ ২৪ হাজার ৭২৩ টাকা জমা দেবে। হজ এজেন্সি টিকিটের টাকা অন্য কোনো কাজে তুলতে পারবে না। নিবন্ধন কার্যক্রমে ব্যাংকগুলো সরকার নির্ধারিত অর্থ প্রাপ্তি নিশ্চিত করে হজযাত্রীদের নিবন্ধন করবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা নিবন্ধনের টাকা জমা দিতে ব্যর্থ হবেন, তাদের ক্ষেত্রে কোটা পূরণের জন্য জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুসরণ করা হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর