শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নির্বাচন না হলে দেশ তালেবান রাষ্ট্র হতো

ওমর ফারুক চৌধুরী

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশ তালেবান রাষ্ট্রে পরিণত হতো। সেই সময় দেশের মানুষ ও গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোনো বিকল্প ছিল না। আগামী ২৯ মার্চ ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশকে সামনে রেখে গতকাল দুপুরে ফরিদপুরের অম্বিকা ময়দানে জেলা যুবলীগ আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে ক্ষমতায় বসার ষড়যন্ত্র করেছিলেন। কিন্তু দেশের সাধারণ মানুষ খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করেন। তারা আর জ্বালাও পোড়াও দেখতে চায় না।

শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের গতি ধারাকে অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘নৌকা প্রতীকে’ ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে।

যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের এমপি আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুর রহমান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কেন্দ্রীয় যুবলীগ নেতা মিজানুল ইসলাম মিজু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ প্রমুখ।

 

সর্বশেষ খবর