রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

পাকিস্তানিরা গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুক্তিযুদ্ধের চেতনায় জঙ্গিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে গণহত্যা দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ সেই কালরাত এবারই প্রথমবারের মতো জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করে গোটা জাতি। আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে স্বীকৃতি আদায়ের জন্য নানা উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা ছাড়াও সর্বস্তরে পালন করা হবে বেশ কিছু কর্মসূচি। প্রতি বছর এই দিনে (২৫ মার্চ) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে ৪টা ৩১ মিনিট পর্যন্ত সরকারি-বেসরকারি পর্যায়ে এক মিনিটের জন্য সব কাজ বন্ধ রাখা হবে। বাজানো হবে বিউগল। গতকাল সকালে মিরপুর বধ্যভূমিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, কেন্দ্রীয় ১৪ দল, ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়াও বিদেশে বাংলাদেশের দূতাবাসসমূহে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। এতে বক্তারা বলেন, ২৫ মার্চ কালরাতের মতো ভয়াবহ নৃশংস রাত বিশ্বে আর কোনো জাতির জীবনে আসেনি। তারা বলেন, পাকিস্তানিরা গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী, জগন্নাথ হলের প্রভোস্ট ড. অসীম সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাবি ছাত্রলীগের মোতাহার হোসেন প্রিন্স, আবিদ আল হাসান প্রমুখ।

পাকিস্তানিরা গণহত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে : রাজধানীর লালবাগ আজাদ অফিস মাঠে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যখন খালেদা জিয়া ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করেছেন, তখনই পাকিস্তানিরা বই লিখে গণহত্যার চিত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাস যদি কেউ বিকৃত করে থাকে, সেটা জিয়াউর রহমান ও তার সহধর্মিণী খালেদা জিয়া। অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেকেই ষড়যন্ত্র করছে। কিন্তু বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। নগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

সর্বশেষ খবর