রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ আজ শুরু

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৭। এবারের প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘দুর্নীতি হলে শেষ। নিজে বাঁচবো,বাঁচবে দেশ’। আজ সকাল ৮টায় শান্তির প্রতীক পায়রা, বেলুন ও ফেস্টুুন উড়িয়ে দিবসের সূচনা করবেন দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত। কাল প্রতিরোধ সপ্তাহের দ্বিতীয় দিনে কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে সমাবেশ ও দুর্নীতি বিরোধী শপধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পীকার ড.শিরিন শারমিন চৌধুরী এমপি। এছাড়া ২৮ মার্চ সকাল ১০টায় দুদকের সব স্তরের কর্মকতা ও কর্মচারীদের নিয়ে দুর্নীতি বিরোধী মানব-বন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

সর্বশেষ খবর