রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করুন : বি. চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সরকার বলে জঙ্গি নেই, আইএস নেই। অথচ আমরা দেখছি আত্মঘাতী হামলা হচ্ছে, মানুষ নিহত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূল করা যাচ্ছে না। সভায় আরও বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী, শাহ আহম্মেদ বাদল, মওলানা কবীর, ভূদেব চক্রবর্তী প্রমুখ।

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে বি. চৌধুরী বলেন, লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ, পতাকা, মানচিত্র  ও জাতীয় সংগীত পেয়েছি। কিন্তু সত্যিকারের স্বাধীনতা পাইনি। কারণ দেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। সভা, সমিতি, মিছিল, মিটিং করার সুযোগ নেই।

সর্বশেষ খবর