রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদ প্রতিহতের শপথ শিখা চিরন্তনে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণহত্যা দিবসের সন্ধ্যায় দেশকে রাজাকার ও জঙ্গিবাদ মুক্ত করার শপথ নিয়েছে সর্বস্তরের জনতা। গতকাল সন্ধ্যায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনে  মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে এ শপথ নেওয়া হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটি সন্ধ্যা সোয়া ৭টায়  মোমবাতি প্রজ্বালন করে। এরপর দেশকে রাজাকার, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার শপথ নেয় জনতা। এ সময় জাতীয় ‘গণহত্যা’ দিবসকে আন্তর্জাতিকভাবে পালনে সরকারকে দ্রুত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে গণহত্যায় শহীদ ব্যক্তিদের তালিকা সরকারিভাবে প্রণয়ন করার দাবি জানানো হয়। একই সঙ্গে গণহত্যায় শহীদদের সমাধি রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের দাবি জানায় কর্মসূচির আয়োজক সংগঠনটি। কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ছাড়াও বেশ কয়েকটি সংগঠন। এদিকে সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযুদ্ধ ১৯৭১ এর আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা চত্বরে মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।

সর্বশেষ খবর