রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা
দেশে দেশে গণহত্যা দিবস

গণহত্যার বৈশ্বিক স্বীকৃতি আদায়ে দৃঢ় প্রত্যয়

কূটনৈতিক প্রতিবেদক

১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রে পাকিস্তানি সশস্ত্র হানাদার বাহিনী যে বর্বরতম ও ঘৃণিত  হত্যাযজ্ঞ আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘের গণহত্যা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক স্বীকৃতির দাবি রাখে বলে মন্তব্য করেছেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম। গতকাল বিকেলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণহত্যার স্বীকৃতি আদায়ের পক্ষে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত মূনা।  এছাড়া  থাইল্যান্ড ও কম্বোডিয়ায় উপযুক্ত তথ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সেমিনার আয়োজন করে একাত্তরের গণহত্যার ঘৃনিত ইতিহাস সম্পর্কে গণসচেতনতা তৈরির ঘোষণা দেন রাষ্ট্রদূত।

সর্বশেষ খবর