রবিবার, ২৬ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরে একজনের বেশি স্বজন নেওয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

বিমানবন্দরে একজনের বেশি স্বজন না নেওয়ার অনুরোধ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও জনস্বার্থে গতকাল এই নির্দেশনা জারি করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম সাংবাদিকদের বলেন, বিদেশগামী যাত্রীদের সঙ্গে কখনো কখনো বেশ কয়েকজন আত্মীয় আসেন বিদায় জানাতে। ভিতরে ঢোকার আগে তাদের প্রত্যেককে পরীক্ষা করা সময়সাপেক্ষ ব্যাপার।

 অনেকে বিমানবন্দরে ঢোকার মুখে ড্রাইভওয়েতেও দাঁড়িয়ে থাকেন লম্বা সময়। তাই নিরাপত্তাব্যবস্থা সুষ্ঠু করার স্বার্থেই একজনের বেশি স্বজন না আনার অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, বিমানবন্দরের বাইরের দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ফটকগুলোয় আগে একজন সদস্য দায়িত্ব পালন করতেন, এখন সেখানে দুজন করে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, নতুন করে বিমানবন্দরে তিনটি আর্চওয়ে বসানো হয়েছে। প্রত্যেক ব্যক্তি ও তার ব্যাগ যেন পরীক্ষা-নিরীক্ষা ছাড়া না ঢুকতে পারে, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

সর্বশেষ খবর