সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

মা ও ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন

মা ও ছেলের চিকিৎসায় সাহায্যের আবেদন

আবু তৈয়বের বয়স যখন চার তখন তার শরীরে ধরা পড়ল নেফ্রোটিক সিনড্রোম রোগ। এ কারণে তার কিডনি শরীরের প্রয়োজনীয় প্রোটিন ধরে রাখার সক্ষমতা হারায়। তাকে সুস্থ রাখতে প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকার ওষুধ লাগে।

তৈয়বের মা তাসলিমা আক্তার চট্টগ্রামের মিরসরাই উপজেলার কাজীর তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। বাবা জিয়াউর রহমান পল্লীচিকিৎসক।

কিন্তু বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়ে তাসলিমা আক্তারের শরীরে। আত্মীয়স্বজনের সহায়তায় তাকে ছয়টি কেমো দেওয়া হয়েছে। এখন তার রেডিওথেরাপি দিতে হবে। ব্যয়বহুল চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না জিয়াউর রহমানের পক্ষে। নিরুপায় হয়ে তাদের পরিবার সমাজের হৃদয়বানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। যোগাযোগ: তাসলিমা আক্তার, হিসাব নং ১৪২০০১১০০৬৭২৮, রূপালী ব্যাংক লিমিটেড, আবুতোরাব বাজার শাখা, মিরসরাই, চট্টগ্রাম। মোবাইল: ০১৮২৭৮০৭৭০৩। বিজ্ঞপ্তি

সর্বশেষ খবর