সোমবার, ২৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বিমানবন্দরের সামনে বোমায় নিহত তরুণের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিমানবন্দরের সামনের সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের কাছে গত শুক্রবার বোমা বিস্ফোরণে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আয়াদ হাসান (১৭)। পুলিশের একাধিক সূত্র নিহতের কাছ থেকে পাওয়া মোবাইল ও এর সিমের মাধ্যমে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে গতকাল জানিয়েছে, সাত মাস আগে ঢাকার মিরপুর থেকে নিখোঁজ দুই খালাতো ভাইয়ের একজন এই আয়াদ। গতকাল রাতে আয়াদ হোসেনের মা মুনমুন আহমেদের মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে পরিচয় বেরিয়ে আসে। আয়াদ বাবা-মায়ের একমাত্র ছেলে। ও-লেভেল পরীক্ষার পর খালাতো ভাই রাফিদ হাসানের সঙ্গে সে ঘর ছাড়ে গত বছরের ৯ আগস্ট। যাওয়ার আগে দুজনে বাসায় চিরকুট রেখে যায়।এ কারণে তখন থেকেই আশঙ্কা করা হচ্ছিল যে দুই ভাই জঙ্গিবাদে জড়িয়েছে। এ বিষয়ে তখন আয়াদের মা মুনমুন আহমেদ মিরপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আয়াদের মৃতদেহ তার আত্মীয়স্বজন শনাক্ত করেছেন। পুলিশের ধারণা, আয়াদের খালাতো ভাই রাফিদ হাসান সিলেটের আতিয়া মহলে আছে। আয়াদ ও রাফিদ বোমা আনা-নেওয়ার কাজ করেছে বলেও গোয়েন্দা তথ্য রয়েছে।

সর্বশেষ খবর