মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গাইবান্ধায় পল্লী চিকিৎসক হত্যায় জঙ্গি রাজীবের ৫ দিনের রিমান্ড

রাব্বী হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গাইবান্ধা ও ফেনী প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পল্লী চিকিৎসক মাহবুবর রহমান হত্যা মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বিকালে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জয়নাল আবেদিন এ রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, সাঘাটা উপজেলায় ফজলে রাব্বী নামে জেএমবি সদস্যকে হত্যা মামলায় রাজীব গান্ধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি জানান, সদরের বল্লমঝাড় ইউনিয়নের ঘোড়াবান্দার বাসিন্দা পল্লী চিকিৎসক মাহবুবর রহমান ডিপটিকে ২০১৫ সালের ২ জুন বিকালে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে গ্রামে গুলি করে হত্যা করা হয়। ওই মামলায় রাজীব গান্ধীকে সাত  দিনের রিমান্ড আবেদন করে সিআইডি পুলিশ। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তার বাবার নাম মাওলানা ওসমান গণি মণ্ডল।

রাব্বী হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি : এদিকে, সাঘাটা উপজেলার বসন্তেরপাড়া গ্রামে ২০১৫ সালের ১৯ জুলাই রাতে ফজলে রাব্বী নামে এক জেএমবি সদস্যকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যা মামলায় গুলশান হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী গতকাল গাইবান্ধার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনি ১৬৪ ধারায় এই জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম শফি জানান, ২০১৫ সালের ১৯ জুলাই রাতে সাঘাটার বসন্তেরপাড়া গ্রামের সাদাক্কাস আলীর ছেলে ফজলে রাব্বী (৩০) জুমারবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে চার দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে। তাদের একজন রাব্বীর মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে রাব্বীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে তার মৃত্যু হয়। তখন পুলিশ জানিয়েছিল ফজলে রাব্বী জেএমবির সদস্য। কিন্তু জামিনে জেল থেকে বের হওয়ার পর জেএমবির কার্যক্রম থেকে সরে আসার চেষ্টা করছিলেন। সে কারণে সংগঠনে তার সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছিল।.

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর