মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

সাধারণ মানুষ স্বাধীনতার সুফল পায়নি

—ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতার ৪৬ বছর অতিবাহিত হলেও সাধারণ মানুষ স্বাধীনতার সুফল পায়নি। তারা বলেন, বিরানব্বই ভাগ মুসলমানের দেশে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিলে রিট হয়, ধর্মীয় সেন্টিমেন্টের ওপর বার বার আঘাত হানা হয়, সুপ্রিম কোট প্রাঙ্গণে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করে জনগণকে শিরকের দিকে নিয়ে যেতে চায়। এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। গতকাল সংগঠনের পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘মহান স্বাধীনতার ৪৬ বছর প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব অধ্যাপক হেমায়েত উদ্দিন। মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা এবিএম জাকারিয়ার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ আবদুর রহমান ও আলহাজ আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ডা. শহিদুল ইসলাম, মাওলানা আবদুর রাজ্জাক প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর