মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দাবি আদায়ে রাস্তা বন্ধ করল ইউএসটিসির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দাবি আদায়ে এবার রাস্তা বন্ধ করল ইউএসটিসির শিক্ষার্থীরা। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নগরীর খুলশীর জাকির হোসেন সড়কটি বন্ধ করে দিয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়কের ওপর বসে স্লোগান দিতে থাকেন। এতে দুপাশে শত শত গাড়ি আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজটের। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়ায় পর্যন্ত এসব আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবেন বলে জানান শিক্ষার্থী কাশেম।

খুলশী থানার এসআই মুকুল মিয়া বলেন, ইউএসটিসির আন্দোলনরত শিক্ষার্থীরা সড়কের একপাশ দখলে নিয়ে মিছিল-স্লোগান দিতে থাকেন।

পরে পুলিশি উপস্থিতির পর শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

ইউএসটিসির একজন ছাত্রী ক্ষোভের সঙ্গে বলেন, ইউএসটিসি কর্তৃপক্ষ পাঁচ শিক্ষাবর্ষে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বিএমডিসি নিবন্ধন জটিলতার সৃষ্টি হয়। সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয় ১০ কোটি টাকা জরিমানা ধার্য করে এক মাসের সময় বেঁধে দেয়। ইউএসটিসি কর্তৃপক্ষ জরিমানা পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত জমা দেয়নি। এর ফলে শিক্ষার্থীদের আস্থা নষ্ট হয়েছে। মেডিকেল ফ্যাকাল্টি ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছিল আগেই। এবার ইউএসটিসির বিবিএ, এমবিএ, ইংরেজিসহ সব বিভাগে তালা ঝুলিয়ে দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর