মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

তারপরও পুলিশকে চাপা দিল পিকআপ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

তখন ভোর ৩টা।  দ্রুতগামী একটি পিকআপভ্যানকে সন্দেহ হলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাংলাকেট  চেক পোস্টে সিগনাল দেয় পুলিশ। এ সময় সিগনাল না মেনে কনস্টেবল মোগল হোসেনকে (৫০) চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় পিকআপভ্যানটি। এতে নিহত হন মোগল। ঢাকা-সিলেট মহাসড়কে গতকাল ভোর ৩টার দিকে ঘটে এ দুর্ঘটনা। মোগল হোসেন নরসিংদী জেলার রায়পুরা থানার সায়দাবাদ এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে। তিনি ভুলতা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল (৮৩১) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজ হোসেনসহ একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার বাংলাকেট পুলিশ চেক পোস্টে ডিউটি করছিলেন। এ সময় সিগনাল না মেনে কনস্টেবল মোগল হোসেনকে চাপা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায় পিকআপভ্যানটি। পিকআপভ্যানের চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর