শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

নিউইয়র্কে পণ্ড হলো বাংলাদেশ সম্পর্কিত কথিত সেমিনার

প্রতিদিন ডেস্ক

‘আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসি’ এবং ‘ক্লাব বাংলা’র যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ডেমোক্রেসি কনফারেন্সটি দর্শক-শ্রোতার প্রতিবাদের মুখে পণ্ড হয়ে গেছে। গত বুধবার রাতে নিউইয়র্ক সিটির বার্নার্ড কলেজ মিলনায়তনে কথিত এই সেমিনারটির আয়োজন করা হয়েছিল। এনআরবি নিউজ। জানা গেছে, ‘বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়ন, মানবাধিকার ও শ্রমিক অধিকার, সংখ্যালঘু নিরাপত্তা, রাজনৈতিক উগ্রবাদ, মতপ্রকাশের স্বাধীনতা’ ইত্যাদি বিষয়কে ভিত্তি করে এ সেমিনারের আয়োজন করা হয়। আলোচকদের মধ্যে ছিলেন হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র ফেলো লিসা কার্টিস, মানবাধিকার বিষয়ক অ্যাটর্নি সমত্মলী হক, ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ড. জয়ীতা ভট্টাচার্য এবং বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. দীনা সিদ্দিকী। সেমিনারটি শুরু করার কথা ছিল সন্ধ্যা ৭টায়। কিন্তু নির্দিষ্ট সময়ে শ্রোতা-দর্শক উপস্থিত না হওয়ায় ‘ক্লাব বাংলার কো-প্রেসিডেন্ট আলেমা বেগম মিলনায়তনের দরজায় একটি নোটিস টাঙিয়ে দেন। তাতে বলা হয়, অনুষ্ঠানের স্থান ও সময় পরিবর্তিত হয়েছে। অনুষ্ঠান রাত ৯টায় ‘মেথম্যাটিক্স বিল্ডিং’-এর ৩১২ নম্বর কক্ষে হবে। এরই মধ্যে প্রচার হয়ে যায়, ‘আর্চার ব্লাড সেন্টার ফর ডেমোক্রেসি’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই। প্রকৃতপক্ষে এ নাম দিয়ে মহল বিশেষ বৈঠক করার চেষ্টা করছে।

খবর পেয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অর্ধ শতাধিক নেতা-কর্মী ‘মেথম্যাটিক্স বিল্ডিং’-এর ৩১২ নম্বর কক্ষে গিয়ে হাজির হন। এ অবস্থায় কথিত সেমিনার শুরু করা হয় এবং নির্ধারিত আলোচকরা বক্তব্যে বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নাম-নিশানা নেই, যুদ্ধাপরাধের বিচারের নামে বিরোধীদলীয় নেতাদের ফাঁসি দেওয়া হচ্ছে, জঙ্গি দমনের নামে বিরোধী রাজনীতিকদের খতম করা হচ্ছে, বাংলাদেশের মিডিয়া সঠিক সংবাদ প্রকাশ বা প্রচারে সক্ষম হচ্ছে না’ ইত্যাদি। এসব বক্তব্যে কক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দর্শক-শ্রোতারা ক্ষোভে ফেটে পড়লে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। বিক্ষুব্ধরা জানান, জামায়াত-শিবিরের স্বার্থসিদ্ধির জন্য ভুঁইফোড় সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

সর্বশেষ খবর