শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

ভারতের সেনাপ্রধান আসছেন আজ

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল বিপিন রাওয়াত ইউওয়াইএসএম, এভিএসএম, ওয়াইএসএম, এসএম, ভিএসএম আজ তিন দিনের সফরে ঢাকা আসছেন। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, এসবিপি, এনডিসি, পিএসসি-এর আমন্ত্রণে সফরে আসছেন তিনি। গত ১ জানুয়ারি সেনাপ্রধান হিসেবে নিয়োজিত হওয়ার পর দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বের ওপর ভিত্তি করে ভারতীয় সেনাপ্রধান তার আন্তর্জাতিক সফরের মধ্যে বাংলাদেশ সফরকে প্রথম বেছে নেন। এবার তিনি নেপাল সফর করবেন। ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাপ্রধানের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং চার সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল থাকবে। প্রতিনিধি দলটি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং জ্যেষ্ঠ সামরিক নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করবে। সেনাপ্রধান মিরপুরের ন্যাশনাল ডিফেন্স কলেজে অধ্যয়নরত অফিসারদের সঙ্গেও দেখা করবেন। এই সফর উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান উচ্চ পর্যায়ের বিনিময়ের একটি অংশ। বাংলাদেশের সেনাপ্রধান ২০১৫ সালের সেপ্টেম্বরে এবং বিমান ও নৌবাহিনী প্রধান ২০১৬ সালে শেষবার ভারত সফর করেন। ভারতীয় বিমান ও নৌবাহিনী প্রধানও ২০১৬ সালে বাংলাদেশ সফর করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত। তার ৫/১১ জিআর বাহিনী বাংলাদেশের উত্তরাঞ্চলে বীরত্বের সঙ্গে যুদ্ধ করে এবং পীরগঞ্জ, গোরাঘাট, গোবিন্দগঞ্জ শ্যাওলাকান্দি, মহাস্থান সেতু ও বগুড়ায় যুদ্ধে অংশগ্রহণ করে। এই সফরকালে তিনি এসব যুদ্ধক্ষেত্রের কয়েকটি স্থানও পরিদর্শন করবেন।

সর্বশেষ খবর