শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গ্রিসে গুলিবিদ্ধ সেই বাংলাদেশি শ্রমিকরা ক্ষতিপূরণ পাচ্ছেন

প্রতিদিন ডেস্ক

চার বছর আগে গ্রিসের একটি স্ট্রবেরি খামারে বকেয়া বেতন চাইতে গিয়ে বাংলাদেশি যে শ্রমিকরা গুলিবিদ্ধ হয়েছিলেন, তারা এবার ক্ষতিপূরণ পাচ্ছেন। ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে করা মামলায় গতকাল এ রায় এসেছে। আদালত ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশি ৪২ জন শ্রমিকের প্রত্যেককে ১২ হাজার ইউরো (৮ লাখ ৮০ হাজার টাকা) থেকে ১৪ হাজার ইউরো (১২ লাখ ৩২ হাজার টাকা) পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য গ্রিসের সরকারকে নির্দেশ দিয়েছে। রায়ে আদালত বলেছে, মানব পাচারের মতো ঘটনা মোকাবিলায় এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার সুরক্ষায় কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। ২০১৩ সালের ১৭ এপ্রিল গ্রিসের রাজধানী এথেন্স থেকে ৪০০ কিলোমিটার দূরের মানোলাদা এলাকায় পেলোপন্নেসিয়ান গ্রামের একটি স্ট্রবেরি খামারের শ্রমিকরা তাদের ছয় মাসের বকেয়া বেতন চাইতে গেলে সেখানকার একজন সুপারভাইজার তাদের ওপর গুলি চালায়। এতে বাংলাদেশি অন্তত ৩৫ শ্রমিক গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজনের অবস্থা ছিল আশঙ্কাজনক।

সর্বশেষ খবর