শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

বনানী থানার সামনে হুলুস্থূল কাণ্ড

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী থানার সামনে গতকাল দুপুরে হুলুস্থূল কাণ্ড ঘটে গেছে। একটি বিকট শব্দের পর পথচারীদের দিগ্বিদিক ছুটোছুটি, মুহূর্তের মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উপস্থিতি, ফাঁকা গুলি সবার মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়। অল্প সময় পর যখন জানা গেল বনানীর ৭ নম্বর সড়কে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছে, তখন ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, থানার সামনে বিকট শব্দ হলে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শুরু হয় সবার দিগ্বিদিক ছোটাছুটি। প্রথমে পথচারীরা ধারণা করেছিল, হয়তো জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। থানার সামনে হওয়ায় এ আতঙ্কের মাত্রা বেড়ে যায় বহুগুণ। তাত্ক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে আসেন র‌্যাব, পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। ছোড়েন কয়েকটি ফাঁকা গুলি। ঘিরে ফেলেন আশপাশ এলাকা। এ সময় ওই এলাকার সব সড়কে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। এরপর শুরু হয় ব্যাপক তল্লাশি। শ্বাসরুদ্ধকর এ পরিস্থিতিতে যখন বনানী থানার সামনে থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে ধোঁয়া বের হয়, তখনই পরিষ্কার হয়ে ওঠে আসল ঘটনা। বনানী থানার ওসি ফরমান আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি ঘটনার সময় বাইরে ছিলাম। শব্দ শুনে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল।’

সর্বশেষ খবর