শুক্রবার, ৩১ মার্চ, ২০১৭ ০০:০০ টা

গণহত্যার স্বীকৃতি ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কূটনৈতিক কার্যক্রম জোরালোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গা সমস্যা সমাধান ও ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনৈতিক কার্যক্রম বেগবান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

সংসদ ভবনে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, মো. সোহরাব উদ্দিন এবং বেগম মাহজাবিন খালেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর ইন্দোনেশিয়া সফর ও আসন্ন ভারত সফরসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকল্পসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। কমিটি বিদেশে বাংলাদেশ দূতাবাসে স্থানীয়ভিত্তিক কর্মচারীদের নিয়োগ ও ভাতাদি সুষমকরণের সুপারিশ করে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর