শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
পুরান ঢাকায় ব্যবসায়ী খুন

আধিপত্য বিস্তারই কাল হলো জাকিরের

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরান ঢাকার কাঁসা-পিতল ব্যবসায়ী জাকির হোসেন খুন হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল রাতে নিহতের বাবা এনায়েদুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গেণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। কিন্তু গতকাল পর্যন্ত জড়িতদের কাউকে ধরতে পারেনি পুলিশ। এর আগে বৃহস্পতিবার দুপুরে স্বামীবাগের ১৯/২-এ নম্বর বাড়ির সামনে জাকিরকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

গেণ্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান বলেন, মুখোশ ও মাথায় ক্যাপ পরা চার যুবক এই ঘটনার সঙ্গে জড়িত। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্ব অথবা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

আমরা তদন্ত করছি। শিগগিরই আসামিদের গ্রেফতার করা হবে। পুলিশের ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সোহেল রানা জানান, জাকির হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চলছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকিরকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর