সোমবার, ৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বিভাগীয় প্রধানদের চসিক মেয়র সততার সঙ্গে কাজ করুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সততা, আন্তরিকতা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করুন। নিজ নিজ দায়িত্ব পালনকালে নগরবাসীর কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণের মানসিকতা প্রদর্শন করুন। দায়িত্ব পালনে প্রত্যেকে নিজের স্বার্থের ঊর্ধ্বে থেকে নগরবাসীর স্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ করুন। তবেই নগর ও নাগরিকের প্রত্যাশিত সেবা প্রদান সম্ভব হবে। গতকাল দুপুরে নগর ভবনে মেয়রের দফতরে সিটি করপোরেশনের বিভাগীয় প্রধানদের সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান। চসিকের সেবাধর্মী কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আলোচনা হয় আয়বর্ধক প্রকল্পগুলোর অসম্পূর্ণ কাজ শেষ করা, ইজারা সংক্রান্ত বিষয়গুলোর ইজারা সম্পাদন, বিগত অর্থবছরের অসম্পূর্ণ কাজের অগ্রগতি পর্যালোচনা, ২০১৬-১৭ অর্থবছরে অবকাঠামোগত উন্নয়নকাজের দরপত্রের বিস্তারিত বিবরণ, রাজস্ব আদায়, কর পুনর্মূল্যায়ন কর্মসূচি, ডোর টু ডোর বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও শিক্ষা খাতের কার্যক্রমের পর্যালোচনা এবং মন্ত্রণালয়ের প্রেরিত উন্নয়ন কার্যক্রমের বিষয়গুলো। এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবুল হোসেন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও যুথিকা সরকার, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

 প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. সেলিম আকতার চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ স্থপতি একেএম রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মানিক, আবু ছালেহ, কামরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম প্রমুখ।

সর্বশেষ খবর