মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদে থাকা নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদে মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের থাকার বৈধতা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে চউকের চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের নিয়োগ, পুনঃনিয়োগ ও পদে থাকা এবং কার্যক্রম পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একটি রিট আবেদনের শুনানি করে গতকাল বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। এক সপ্তাহের মধ্যে জনপ্রশাসন সচিব, পূর্ত সচিব ও চউকের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে। চট্টগ্রামের বাসিন্দা আবু সাঈদ চৌধুরী এ রিট করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সাকিব মাহবুব। সাকিব মাহবুব জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশে বলা হয়েছে, চউকের চেয়ারম্যান পদে এক বার নিয়োগের পর আরেকবার পুনঃনিয়োগ করা যাবে।

কিন্তু এই পদে আবদুচ ছালামকে মোট চারবার পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কর্মচারি আচরণবিধি-১৯৭৯ অনুযায়ী সরকারি কর্মচারিরা রাজনীতি ও ব্যবসা করতে পারেন না। কিন্তু তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত।

সর্বশেষ খবর