মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মানুষ এখন কর দিতে আগ্রহী : নজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, কর আদায়ে সমন্বয়ের সুবিধার্থে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগ একত্রিত হয়ে কাজ করছে। কর দেওয়ার ক্ষেত্রে দেশের মানুষ এখন অনেক আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। তিনি বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের ব্যাপ্তি সুবিশাল। ফাউন্ডেশন সারা দেশে মানুষের কল্যাণে কাজ করে চলেছে। গতকাল রাজধানীর কাকরাইলে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘স্ব-উদ্যোগ, স্ব-পরিকল্পনা ও স্ব-অর্থায়নে সমৃদ্ধ জাতি’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আবদুল মালিকের সভাপতিত্বে ফাউন্ডেশনের পরিচালক সমন্বয় সুরাইয়া রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। মো. নজিবুর রহমান বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন অত্যন্ত নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে। এভাবে সবাই এক সঙ্গে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।

একটি উদাহরণ টেনে তিনি বলেন, দ্রুত যেতে চাইলে একা যাও, বহুদূর যেতে চাইলে সবাইকে নিয়ে যাও। তাই আমরা এক সঙ্গে কাজ করব, ব্যর্থতাকে মেনে নেব না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যের এবং দেশের উপকার করতে হবে। দেশ ও মানুষের জন্য কাজ করতে সবাইকে এগিয়ে আশার আহ্বান জানান তিনি।

সর্বশেষ খবর