মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

প্রমাণ মেলেনি প্রো-ভিসিকে লাঞ্ছনার

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. কামরুল হাসানের বিরুদ্ধে প্রো-ভিসি ড. এ এস এম জাকারিয়া স্বপনের করা লাঞ্ছনার অভিযোগ মিথ্যা বলে প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিন্ডিকেটের এই সিদ্ধান্ত জানানো হয়।

লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এ বি এম আবদুল হান্নান বলেন, সিনিয়র স্টাফ এবং উত্থাপিত অভিযোগের ভিত্তিতে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেটে সাত সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়। অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১ এপ্রিল সিন্ডিকেট সভা বসে। সভায় প্রতিবেদন পর্যালোচনা করে ভিসির বিরুদ্ধে প্রো-ভিসিকে লাঞ্ছিত করার অভিযোগ মিথ্যা বলে জানানো হয়।

 এ ছাড়া নার্স নিয়োগেও দুর্নীতি হয়নি বলে জানায় সিন্ডিকেট। সভায় বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করলে তা কঠোর হাতে দমনের সুপারিশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. আসাদুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, উপ-রেজিস্ট্রার ডা. আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

সর্বশেষ খবর