বুধবার, ৫ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নবীজির আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে দেশকে বাঁচান : জৈনপুরী পীর

জৈনপুরের পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, বনী ইসরাঈলের জামানায় বিভিন্ন মহাপাপের কারণে আল্লাহতায়ালা ৭০ প্রকারের মানুষকে হাইওয়ানে তথা পশুতে পরিণত করেছিলেন। যেমন—গুইসাপ, বানর, শূকর, কাঁকড়া, কচ্ছপ ইত্যাদি। এসব প্রাণী পূর্বে মানুষ ছিল। বর্তমানে মানুষ বিভিন্ন অন্যায় আচরণ ও পাপের কাজে লিপ্ত হওয়া সত্ত্বেও আজ তাদের পশু-প্রাণীতে পরিবর্তন করা হচ্ছে না। কারণ দয়াল নবীজি (সা.) আমাদের মধ্যে বিদ্যমান আছেন। সুতরাং যে নবীর খাতিরে আল্লাহতায়ালা আমাদের রক্ষা করছেন সেই নবীর প্রদর্শিত পথে আমাদেরকে চলতে হবে। নবীজির আদর্শ অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমেই দেশকে বালা-মসিবত থেকে রক্ষা করা সম্ভব। ঢাকার যাত্রাবাড়ীর গোবিন্দপুর বাজার প্রাঙ্গণে সম্প্রতি আল-মদিনা দরবার (জৈনপুরী খানকা) শরিফের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে তিনি এ কথা বলেন। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর