বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দেশে প্রথমবারের মতো ইংলিশ অলিম্পিয়াড

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজন বাস্তবায়ন করতে ডেইলি সান ও ডব্লিউওসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডেইলি সানের ভারপ্রাপ্ত সম্পাদক শিয়াবুর রহমান এবং ডব্লিউওসির প্রতিষ্ঠাতা মো. আমান উল্লাহ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অগ্রিম রেজিস্ট্রেশন করেছেন বলে আয়োজকরা জানিয়েছেন। শিক্ষার্থীরা ইংলিশ অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। ডেইলি সানের ওয়েবসাইট ও ইংলিশ অলিম্পিয়াডের ফেসবুক পেজেও রেজিস্ট্রেশন ফরম পাওয়া যাবে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২০ মে পর্যন্ত। ডব্লিউওসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আমান উল্লাহ বলেন, এই ইংলিশ অলিম্পিয়াডের মাধ্যমে একদল দক্ষ নাগরিক তৈরি হবে। এরাই এক সময় আন্তর্জাতিক সংগঠনের নেতৃত্ব দেবেন এবং দেশের প্রতিনিধিত্ব করবেন। এ সময় ডেইলি সানের বিপণন এবং বিক্রয় বিভাগের নির্বাহী পরিচালক জেড এম আহমেদ প্রিন্স এবং ইংলিশ অলিম্পিয়াডের ক্যাম্পাস প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর