শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আতিয়া মহল থেকে চার দিনে ৯ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ী পাঠানপাড়ার জঙ্গি আস্তানা আতিয়া মহলে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অভিযানে চার দিনে ৯টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরে এসব বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। বিস্ফোরকগুলো খুবই ‘ভয়ানক’ বলে জানিয়েছে র‌্যাব। গতকাল সন্ধ্যায় আতিয়া মহলে অভিযানের বিষয়ে সংবাদ সম্মেলন করে র‌্যাব। এ সময় র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, ‘আতিয়া মহলের নিচতলায় জঙ্গিরা যে ফ্ল্যাটে থাকত, সে ফ্ল্যাটে গত বুধবার বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। দুটি অবিস্ফোরিত বিস্ফোরকও পাওয়া যায়। গতকাল ভবন থেকে আরও তিনটি অবিস্ফোরিত বিস্ফোরক উদ্ধার করা হয়। সবগুলো বিস্ফোরক পরে নিষ্ক্রিয় করা হয়।’ লে. কর্নেল আলী হায়দার বলেন, ‘চার দিনে আতিয়া মহল থেকে ৯টি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এগুলো ভয়ানক বিস্ফোরক। ধ্বংসস্তূপের নিচ থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। একটি বিস্ফোরকের সঙ্গে আরেকটি বিস্ফোরকের চেইন আছে কিনা- তা দেখতে হয়েছে। এ জন্য সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে।

এসব বিস্ফোরক বিস্ফোরিত হলে প্রাণহানির শঙ্কা ছিল।’ তিনি আরও বলেন, ‘গতকাল ডগ স্কোয়াডের মাধ্যমে আতিয়া মহলের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত সুইপ করা হয়। তেমন বড় কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি।’ আতিয়া মহল ভবনটি পরীক্ষার পর নিরাপদ হলে তা বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে অভিযানে নেতৃত্বদানকারী লে. কর্নেল আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর