শুক্রবার, ৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
একুশে পদকপ্রাপ্তি

শামীম আরা নীপাকে সংবর্ধনা

সাংস্কৃতিক প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্তিতে নৃত্যশিল্পী শামীম আরা নীপাকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ লোক-সাংস্কৃতিক সংসদ ও নৃত্য রং। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। লোক-সাংস্কৃতিক সংসদের সভাপতি মিনা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী রাহিজা খানম ঝুনু, লায়লা হাসান, গোলাম মোস্তফা খান, মুহাম্মদ জাহাঙ্গীর, জিনাত বরকতুল্লাহ, দীপা খন্দকার, শিবলী মহম্মদ, আনিসুল ইসলাম হিরু, কবিরুল ইসলাম রতন, সাজু আহমেদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানের শুরুতেই দুই শিশু শিল্পী কত্থকনৃত্য পরিবেশন করে। এ সময় শামীম আরা নীপাকে মাল্যদান করেন তার সহযাত্রীরা। অনুষ্ঠানে নীপার জীবন ও কর্ম নিয়ে মানপত্র পাঠ করেন তামান্না রহমান। এতে ছয়টি নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা।

অনুভূতি প্রকাশে শামীম আরা নীপা বলেন, ‘এ আয়োজনকে ঘিরে আমার ভালোলাগার মানুষগুলোকে একসঙ্গে পেলাম। তাদের সঙ্গে নিজের সাফল্যের উদ্্যাপনটা ভাগাভাগি করে নিলাম। এটাও আমার কাছে আরেক ধরনের প্রাপ্তি।’

সর্বশেষ খবর