শনিবার, ৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

যেই দেশ ৬-৭ মাসের বাচ্চাকে সন্ত্রাসী বলে সেই দেশ আমরা চাই না

------- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম মৌলভীবাজারের জঙ্গি আস্তানায় পুলিশের আক্রমণ প্রসঙ্গে বলেন, এইভাবে জঙ্গি বানিয়ে মানুষ মারা চলবে না। যে সত্যিকারের জঙ্গি তার বিচার করুন। যেই দেশ ৬-৭ মাসের বাচ্চাকে সন্ত্রাসী বলে, বোমা মেরে উড়িয়ে দেয়, সেই দেশ ধ্বংস হয়ে যাওয়া উচিত। সেই দেশ আমরা চাই না।  তিনি বলেন, ওই শিশুকে বাঁচাতে যদি ৫০ জন মিলিটারিও মারা যেত তবুও ওই শিশুকে বাঁচানো উচিত ছিল। গতকাল সন্ধ্যায় উপজেলার কৈয়ামধু স্কুল মাঠে গামছা মার্কার পথসভায় তিনি একথা বলেন। জাফর আলী মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, চেয়ারম্যান পদপ্রার্থী সানোয়ার হোসেন মাস্টার প্রমুখ। তিনি বলেন, সখীপুরের মানুষের ভালোবাসায়, সখীপুরের মানুষের সাহসে, সখীপুরের মানুষের মর্যাদায় আমি আওয়ামী লীগ ছেড়ে গামছা বানাইছি। গামছার মালিক সখীপুরের মানুষ। নৌকা বাংলাদেশকে ধ্বংস করেছে। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা না। এই নৌকা মৌলানা ভাসানীর নৌকা না। এই নৌকা জালেম-জাহেল আর ফেরাউনের নৌকা। এই নৌকা রুখতে না পারলে বাঙালির কপালে শান্তি নেই। পরে তিনি গামছা প্রতীকে ভোট চান।

সর্বশেষ খবর