রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাসতে হাসতে শব্দের খেলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

‘আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!’ গানটিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের জন্মের আগে ‘বাংলাদেশ’ শব্দটি কোথায় পেলেন? এ প্রশ্ন রাজশাহী মডেল স্কুলের নবম শ্রেণির ছাত্রী মাহবুবা সাঈদ সিনথিয়ার। রাজশাহী কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফাহমিদ হোসাইনের প্রশ্ন— ‘আমরা যখন “খাই” বলি, তখন এর অতীত বোঝাতে বলি “খেয়েছিলাম”। “বলি” থেকে হয় “বলেছিলাম”। তাহলে “যাই” থেকে কেন “গিয়েছিলাম” বলতে হয়। “য” কী দোষ করল?’ এমন সব মজার মজার প্রশ্নবাণে ভাসলেন প্রখ্যাত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। গতকাল বিকালে রাজশাহীতে ‘শব্দ কল্প দ্রুম’ অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা জাফর ইকবালকে বাংলা ভাষা ও শব্দ নিয়ে এমন মজার মজার বহু প্রশ্ন করে। জাফর ইকবাল শিক্ষার্থীদের সবার প্রশ্নের উত্তর দেন।

 

রাজশাহী কলেজিয়েট স্কুল মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বের আগে সকালে কয়েকটি প্রশ্ন দিয়ে শিক্ষার্থীদের এক ঘণ্টার একটি পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীদের নিজেদের মতো করে একটি শব্দ গঠন করে উত্তর দিতে বলা হয়। এখানেও শিক্ষার্থীরা জাফর ইকবালের প্রশ্নের মজার মজার সব উত্তর দেন। পরে বিকালে জাফর ইকবাল শিক্ষার্থীদের দেওয়া প্রশ্নের সেসব উত্তর পড়ে শোনান। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা হো হো করে হেসে ওঠেন।

প্রশ্নপত্রে প্রশ্ন ছিল : ‘পাশে গ্লাস রেখেও যারা বোতলে মুখ লাগিয়ে পানি খায়, তাদের কী বলে?’ উত্তরে শিক্ষার্থীরা বলেছে, ‘বোতলচুম্বী’। ‘যারা স্কুলে যায় কিন্তু স্কুলের ব্যাগ থাকে বাবা-মায়ের কাঁধে, তাদের কী বলে?’ শিক্ষার্থীরা বলেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’। ‘রাজাকারের ফাঁসি দেখে যাদের মন খারাপ হয়, তাদের কী বলে?’ শিক্ষার্থীরা লিখেছে, ‘রানীকার’।

প্রশ্ন ছিল : ‘যে শিক্ষক গাইডবই দেখে ক্লাসে অঙ্ক পড়ান, তাকে কী বলে?’ শিক্ষার্থীরা বলেছে, ‘গাইডিস স্যার’। ‘সামনে স্যারদের সালাম দিয়ে পেছনে যারা ভেঙচি কাটে, তাদের কী বলে?’ এর উত্তরে শিক্ষার্থীরা বলেছে, ‘তারা স্কুলের গডফাদার’। ‘যারা পড়াশোনা না করেও জ্ঞানীর ভাব নেয়, তারা কে?’ উত্তরে শিক্ষার্থীরা লিখেছে, ‘ছাগল’।

এভাবেই হাসতে হাসতে শিক্ষার্থীরা দিনভর মেতে ওঠে শব্দের খেলায়। শুধু হাসিই নয়, নতুন মজার কিছু শব্দেরও উদ্ভাবন করে তারা। সকাল সাড়ে ৯টায় বেলুন উড়িয়ে ‘শব্দ কল্প দ্রুম পিপীলিকা বাংলা উৎসব’ নামের এই উৎসবের উদ্বোধন করেন লেখক ড. মুহাম্মদ জাফর ইকবাল। উৎসবের এবারের স্লোগান ছিল, ‘বাংলা নিয়ে নানান খেলা সারাবেলা’।

‘শব্দ কল্প দ্রুম’ উদ্‌যাপন কমিটি এই উৎসবের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের তত্ত্বাবধানে এটি অনুষ্ঠিত হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ‘শব্দ কল্প দ্রুম’ উদ্‌যাপন কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

রাজশাহীর এই আয়োজনে দুপুরে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। সেখানে ড. মুহম্মদ জাফর ইকবাল ছাড়াও বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক শিশু সাহিত্যিক আলী ইমাম, এটুআই প্রকল্পের প্রোগ্রামার রফিকুল ইসলাম সুজন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর শহীদ ইকবাল ও শব্দ কল্প দ্রুমের অ্যাকাডেমিক ডিরেক্টর জফির সেতু বক্তব্য দেন। রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. নূরজাহান বেগম এতে সভাপতিত্ব করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর