রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

হাসি থামাতে পারলেন না দুই প্রধানমন্ত্রী

প্রতিদিন ডেস্ক

এক মঞ্চে থেকে পদত্যাগের আহ্বান শুনতে হলো দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিকে; তবে তা আক্ষরিক অর্থে নয়, ভাষার ভুল ব্যবহারে। গতকাল নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর দফতরে শীর্ষ বৈঠকের পর চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের অনুষ্ঠানে ঘোষকের এই ঘোষণা ব্যাপক হাস্যরসের সৃষ্টি করে। খবর বিডিনিউজের। হায়দরাবাদ হাউসে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেন হাসিনা ও মোদি। এরপর তারা দোতলায় বলরুমে আসেন এবং মঞ্চে পাশাপাশি দাঁড়ান। তখন চুক্তি ও সমঝোতাপত্র বিনিময় হচ্ছিল। 

চারটি সমঝোতা স্মারক সইয়ের পর ঘোষক বলেন- ‘may I request two Prime Ministers to step down.’

ইংরেজি এই বাক্যটির মানে দাঁড়ায়— আমি দুই প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার অনুরোধ করছি। ঘোষকের এই ঘোষণার পর বলরুমে উপস্থিত সাংবাদিক এবং দুই দেশের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি শেখ হাসিনা ও মোদি দুজনই হেসে ওঠেন। হাসতে হাসতেই মঞ্চ থেকে নেমে নিচে দাঁড়ান দুজন। সমঝোতা স্মারক সইয়ের পরই ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর’ হিন্দি সংস্করণের মোড়ক উন্মোচনের কথা ছিল। ভুল শুধরে ঘোষক বলেন, বঙ্গবন্ধুর আত্মজীবনীর মোড়ক উন্মোচন করতে তিনি দুই প্রধানমন্ত্রীকে মঞ্চ থেকে নামার অনুরোধ করেছেন।

 

সর্বশেষ খবর