রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্টকহোমের হামলা কাপুরুষোচিত

-------- খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

সুইডেনের স্টকহোমে সন্ত্রাসী হামলাকে বর্বর ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, স্টকহোমে ভিড়ের মধ্যে লরি চালিয়ে দোকানে ঢুকে সাধারণ মানুষকে হতাহতের ঘটনা নিঃসন্দেহে নিষ্ঠুর বর্বরতা এবং কাপুরুষোচিত। শুক্রবার গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

খালেদা জিয়া বলেন, বিএনপি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের সম্প্রীতিতে বিশ্বাসী। বিএনপি বিভিন্ন জাতি ও ধর্মীয় গোষ্ঠীর মধ্যে হানাহানি, রক্তারক্তি ও অন্তর্ঘাতমূলক সন্ত্রাসী কর্মকাণ্ডবিরোধী। বিশ্বব্যাপী সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বের শান্তিকামী মানুষের সঙ্গে একযোগে সমন্বিত উদ্যোগ নিতে বিএনপি দৃঢ় অঙ্গীকারবদ্ধ। বিশ্ব সমাজে শান্তি বিনষ্টকারী খুনোখুনির হোতা হিংস্র সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বিশ্বসম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তা না হলে বিশ্বের দেশে দেশে শোক-মিছিল চলতেই থাকবে। বিবৃতিতে তিনি বলেন, বিশ্বব্যাপী সন্ত্রাসের যে নেটওয়ার্ক গড়ে উঠেছে সেটিকে এই মুহূর্তে নির্মূল করতে না পারলে বিশ্বসভ্যতা আদিম অন্ধকারে ডুবে যাবে। পৃথিবীর দেশে দেশে সন্ত্রাসীদের এহেন রক্তাক্ত আক্রমণ মানুষের স্বাভাবিক জীবনপ্রবাহ রুদ্ধ করে দেওয়ার মতো অভিঘাত। এরা মানবজাতির নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ খবর