রবিবার, ৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

ইউএস আর্মি ওয়ার কলেজ প্রতিনিধিরা বাংলাদেশ মিশনে

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের প্রফেসর জেফ উইলসনের নেতৃত্বে ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার জাতিসংঘে বাংলাদেশ মিশন পরিদর্শন করে। এ সময় তাদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশ মিশনের চ্যার্জ দ্য অ্যাফেয়ার্স ও উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অব্যাহত সুনামের পরিপ্রেক্ষিতে এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে প্রতি বছরই ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধিরা বাংলাদেশ মিশন পরিদর্শনে আসেন। কলেজে অধ্যয়নরত বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ছিলেন এ প্রতিনিধি দলে। খবর এনআরবি নিউজের।

ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আখতারুজ্জামান প্রতিনিধি দলকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের শান্তিরক্ষীদের ভূমিকা তুলে ধরেন। তিনি জানান, এ পর্যন্ত বাংলাদেশের ১ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন শান্তিরক্ষী জাতিসংঘের ৫৪টি পিস কিপিং মিশনে অংশ নিয়েছেন, যার মধ্যে রয়েছেন ১ হাজার ২৪২ জন নারী সদস্য। আর বর্তমানে ১১টি মিশনে নিয়োজিত রয়েছেন ৬ হাজার ৯২৭ জন বাংলাদেশি শান্তিরক্ষী। চমৎকার আতিথেয়তার জন্য ইউএস আর্মি ওয়ার কলেজের প্রতিনিধি দল বাংলাদেশ মিশনকে ধন্যবাদ জানান।

সর্বশেষ খবর