সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পুষ্টি চ্যালেঞ্জ মোকাবিলায় পদক্ষেপ নেওয়া হবে

—— নাসিম

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, স্বাস্থ্য বিষয়ে সরকারের বিস্তর অগ্রগতি আছে। তবে পুষ্টি বিষয়ে এখনো চ্যালেঞ্জ রয়েছে। আর এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের যা যা করণীয় আছে তা আমরা করব। তবে অন্য সহযোগী প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। সমন্বিত প্রচেষ্টায় পুষ্টি নিয়ে যেসব প্রতিবন্ধকতা আছে তা সমাধান করা সম্ভব। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা পরিপ্রেক্ষিতের আয়োজনে গোলটেবিলে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছায়েদ আহমেদ এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। পরিপ্রেক্ষিতের নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবিরের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মঞ্জুর হোসাইন। আলোচনায় বক্তারা বলেন, স্বাস্থ্য বিষয়ে সরকারের অনেক উন্নয়ন আছে কিন্তু পুষ্টি বিষয়ে উন্নয়ন আশাব্যঞ্জক নয়। তাই এ বিষয়ে সবাইকে এগিয়ে এসে সম্মিলিতভাবে দেশের পুষ্টি সমস্যা মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর