সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

শতভাগ কর অবকাশ চেয়েছে ডিএসই

নিজস্ব প্রতিবেদক

মুনাফার ওপর শতভাগ কর অবকাশ চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিমিউচুয়ালাইজেশন পদ্ধতি চালু হওয়ার পর ডিএসইর মুনাফার ওপর সরকার নির্ধারিক করের ওপর এই অবকাশ চেয়ে বাজেট প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে এই প্রস্তাবনা জমা দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। প্রস্তাবনায় বলা হয়েছে, ডিমিউচুয়ালাইজেশন স্কিম পাঁচ বছর মেয়াদি সরকার অনুমোদিত একটি চলমান প্রক্রিয়া। এ স্কিমের আওতায় স্টক এক্সচেঞ্জের যে সংস্কার কার্যক্রম চলছে তা অব্যাহত রাখতে ও পুঁজিবাজারের অবকাঠামোগত বিনিয়োগ সক্ষমতা বাড়ানোর স্বার্থে শতভাগ কর অবকাশ রাখা একান্ত প্রয়োজন। ২০১৯ সাল পর্যন্ত এই অবকাশ সুবিধা দিতে প্রতিষ্ঠানটি আবেদন করেছে। এতে আরও বলা হয়েছে, পাঁচ বছর মেয়াদি ক্রমহ্রাসমান কর আরোপ পদ্ধতিতে ডিএসইর পরিচালন ক্ষতিগ্রস্ত হবে। করের কারণে লেনদেন ফি বাড়ে। এতে লেনদেনের পরিমাণ কমে যাবে। গত অর্থবছরে ডিএসই ৯ কোটি টাকা নেট পরিচালন মুনাফা করেছে। গত বছরের চেয়ে কর হার বাড়ানো হলে ডিএসই মূলধন ঘাটতির মুখে পড়তে পারে। ডিএসইর প্রস্তাবনায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকার বাইরের কোম্পানি করপোরেট আয়কর হারের পার্থক্য ১০ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ করার অনুরোধ জানানো হয়েছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার আরও কমানোর প্রস্তাব দিয়েছে। জানা গেছে, ২০১৪ সালে চালু হওয়া ডিমিউচুয়ালাইজেশন স্কিম পাঁচ বছর মেয়াদি ক্রমহ্রাসমান হারে করারোপ করা হয়। প্রথম বছরে শতভাগ অবকাশ সুবিধা রেখে ২০ শতাংশ হারে করারোপ করা হয়। চলতি অর্থবছরে নেট মুনাফার ওপর ২০ শতাংশ কর রয়েছে। আগামী অর্থবছরে যা ৪০ শতাংশ হবে।

ডিএসইর শেয়ারহোল্ডার বা সদস্যরা এই মুনাফার অংশ পান। ব্রোকার হাউসের মালিকদের মুনাফার পরিমাণ বৃদ্ধিতে ডিএসই এই বাজেট প্রস্তাবনা দিয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর