সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
এমপি লিটন হত্যা

কাদের খানের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানের বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোক্তারুল আলম গত বৃহস্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেন। গতকাল বিকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান আদালতে চার্জশিট দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহর আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট এই চার্জশিটের ওপর শুনানির জন্য জজ কোর্টে পাঠাবেন। তবে গতকাল পর্যন্ত চার্জশিটের শুনানি হয়নি। তিনি আরও জানান, কাদের খান অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (খানবাড়ী) গ্রামের বাড়ির উঠানের গর্ত থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ পিস্তল উদ্ধার করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। চার্জশিটে কাদের খানকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি জেলা কারাগারে রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর