সোমবার, ১০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

চিংড়ির রেণু পোনা পরিবহনে সংকট নিরসনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

চিংড়ির রেণু পোনা পরিবহনে চাঁদাবাজিসহ নানা সংকট নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কক্সবাজার থেকে খুলনাসহ সারা দেশে নিরাপদে চিংড়ির রেণু পোনা পরিবহন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবহন সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করতে মত্স্য মন্ত্রণালয়কে উদ্যোগী হওয়ার জন্য সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা।

মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কামাল আহমেদ মজুমদার ও অ্যাডভোকেট মুহম্মাদ আলতাফ আলী বৈঠকে অংশ নেন।

বৈঠক সূত্র জানায়, কমিটি মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রজনন মৌসুমে হাওর অঞ্চলে মাছ ধরা বন্ধ রাখতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার সুপারিশ করে।

 একই সঙ্গে সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ সংশোধন করে যুগোপযোগী করার এবং সব উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ দফতরে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া মন্ত্রণালয়ের সব শূন্যপদ দ্রুত পূরণ করার সুপারিশ করা হয়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর