শিরোনাম
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পাগলের আড্ডাখানা বানিয়ে ফেলা হয়েছে চসিককে

-------------- মহিউদ্দিন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশনেকে (চসিক) পাগলের আড্ডাখানা করা হয়েছে। মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সিটি করপোরেশনে একজন এস্টেট অফিসার আছেন, একজন সিআরও (প্রধান রাজস্ব অফিসার) আছেন। আরও সাত-আটটি পদ আছে, সেখানে স্থায়ী কেউ নেই। অস্থায়ী লোকদের দিয়ে কাজ চালানো হচ্ছে। কিন্তু আবার ?দুজন চিফ ইঞ্জিনিয়ার আছেন সেখানে। সব মিলিয়ে পাগলের আড্ডাখানা বানিয়ে ফেলছে সিটি করপোরেশনকে। উনি (নাছির) থাকেন না। তার কিছু তলপিবাহক, যারা তার নামে স্লোগান দেন, তাদের সেখানে চাকরি দিয়েছেন।’

মহিউদ্দিন চৌধুরী গতকাল বিকালে নগরীর লালদীঘি মাঠে সোনালি যান্ত্রিক মত্স্য শিল্প সমবায় সমিতির ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘নাছির সাহেব সিটি করপোরেশনের দরজায় তালা মেরে সার্বক্ষণিক বন্দরের চেয়ারম্যানের কক্ষে বসে থাকেন। চারটি স্টিভিডোরশিপ নিয়েছেন। একটা ব্যক্তি একটা স্টিভিডোরশিপ নেবেন। কিন্তু বাহুবলে চারটি নিয়েছেন। সেটা তো তার দায়িত্ব নয়। তবুও তিনি সেসব কাজ করছেন।’

মহিউদ্দিন চৌধুরী অভিযোগ করে বলেন, ‘শুধু মেয়র নাছির নন, চট্টগ্রামের তিনজন সংসদ সদস্যও বন্দর চেয়ারম্যানের কক্ষে বসে থাকেন। নির্বাচনে কেউ এমপি হয়, পরবর্তীতে মন্ত্রী হয়। আবার কেউ মেয়র হয়, কেউ কাউন্সিলর হয়েছে। তার ভাগ ভাগ আছে। কিন্তু সংসদে কথা বলবেন যারা, তারা সংসদে কথা না বলে বন্দরে বসে থাকেন।’ তিনি নাম উচ্চারণ করে বলেন, ‘বিচ্ছু, আমাদের লতিফ, মনজুর ভাতিজা সংসদে কথা বলেন না, বসে থাকেন বন্দরের চেয়ারম্যানের অফিসে। লজ্জা লাগে না। আপনি সংসদ সদস্য, বসে রইলেন বন্দরের চেয়ারম্যানের চেম্বারে। এটা কি আপনার কাজ? কী দায়িত্ব পালন করছেন। জাহাজের ব্যবসা, লোহার ব্যবসা, ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবসা। সেটা তো আপনার কাজ নয়।’

সোনালি যান্ত্রিক মত্স্য শিল্প সমবায় সমিতির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বন্দর শ্রমিক নেতা জহির আহমদ, মাহবুবুল আলম এটলি, নারী নেত্রী মমতাজ খান, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন আচ্চু প্রমুখ।

তবে মহিউদ্দিন চৌধুরীর লালদীঘি মাঠে সভা চলাকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সমর্থক যুবলীগ-ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী মিছিল-সমাবেশ করেন বলে জানান যুবলীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর