মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

নিষিদ্ধ জাটকা বিক্রি চার ব্যবসায়ীকে সাজা

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ জাটকা ইলিশ বিক্রির অভিযোগে রাজধানীর চার মাছ ব্যবসায়ীকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হাজার ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। গতকাল যাত্রাবাড়ীর পূবালী মাছ আড়তে এ অভিযান চালানো হয়। এর আগে সেখানে ভেজালবিরোধী অভিযান চালায় র‌্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম।

র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পূবালী মৎস্য আড়তে ৩-৫ ইঞ্চির ১ হাজার ৬০০ কেজি জাটকা ইলিশ বিক্রির উদ্দেশ্যে মজুদ করা ছিল। এ অপরাধে মো. আনোয়ার হোসেন (৩০) ও মো. আবদুস সালামকে (৩৭) এক বছর করে বিনাশ্রম জেল দেওয়া হয়েছে। একইসঙ্গে মো. আলাল হোসেন (২০) ও মো. রাজু মিয়াকে (৩০) পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের জেল দেওয়া হয়।

সর্বশেষ খবর