বুধবার, ১২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

তিস্তা নয়, মমতা ফের তোর্সা ও অন্যান্য নদীর সমীক্ষা চাইলেন

কলকাতা প্রতিনিধি

তিস্তার পানি বণ্টন নিয়ে নিজের অবস্থানেই অনড় থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিস্তা নয়, পরিবর্তে প্রতিবেশী বাংলাদেশকে তোর্সা ও কয়েকটি অন্য ছোট নদীর পানি দিতে চান মমতা ব্যানার্জি। দিল্লি সফর শেষে গতকাল বিকালে কলকাতা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মমতা। তিস্তার পানি দেওয়া সম্ভব কিনা— এই প্রশ্নের উত্তরে মমতা জানান, ‘তিস্তায় কিছু সমস্যা আছে। আমরা তোর্সার সামনে কতগুলো ছোট ছোট নদী রয়েছে, যেমন ধানসাই, নমানসাই, ধরলা এগুলো নিয়ে সমীক্ষা (স্টাডি) করে দেখতে বলেছি।’

৮ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠকেও তিস্তার পানির বদলে এই প্রস্তাব দেন মমতা। পরে রাতের দিকে সাংবাদিকদের সামনে তিনি জানান, ‘আমি চাই বাংলাদেশ পানি পাক। কিন্তু তিস্তা আমাদের লাইফলাইন, উত্তরবঙ্গের লাইফলাইন। এর পানি বণ্টন নিয়ে আমাদের সমস্যা রয়েছে। তিস্তার পানি দিলে রাজ্য আরও বিপন্ন হয়ে পড়বে। তার বদলে আরও চারটি বিকল্প নদীর প্রস্তাব দিয়েছি। দুই দেশের সরকারকেই এই নিয়ে ভেবে দেখার অনুরোধ জানিয়েছি।’ যদিও এদিন সকালেই তিস্তা চুক্তি দ্রুত বাস্তবায়নে আশ্বাস দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হাসিনা ও মমতাকে পাশে রেখেই মোদি সে সময় জানান, ‘বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টনের বিষয় খুব শিগগির এবং সর্বসম্মতিক্রমে সমাধান করা হবে।’

গতকাল মমতা আরও জানান, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চিরকালই অত্যন্ত ভালো। শুধু আজ নয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন সবকিছুতেই...। বাংলাদেশের পাশে সর্বতোভাবে ভারত ছিল, আছে এবং থাকবে।’ বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি তার সুসম্পর্কের প্রশ্নে মমতা বলেন, ‘শেখ হাসিনাকে আমরা খুব ভালোবাসি।

উনি শেখ মুজিবুর রহমানের কন্যা, তার পরিবারের সবাইকে আমরা ভালোবাসি। এর আগে বাংলাদেশের সঙ্গে ফারাক্কা পানি চুক্তি করেছি। ৬৭ বছরের স্থলসীমান্ত চুক্তি করেছি, আমরা বাংলাদেশকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেব বলেছি, তা ছাড়া আরও যেসব সমস্যা আছে তার স্টাডি করে জানাব।’

তবে এবারই নয়, রাজ্যের স্বার্থ ক্ষুণ্ন হবে এই আপত্তি তুলে ২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঢাকা সফর বাতিল করেন মমতা। ফলে অসম্পাদিত রয়ে যায় তিস্তা চুক্তি।

সর্বশেষ খবর