বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে যাত্রীদের স্বার্থ সংরক্ষণের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে যাত্রীসাধারণের স্বার্থ সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির অভিযোগ, পরিবহনের সরকারি-বেসরকারি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাত্রীদের প্রতিনিধিত্ব নিশ্চিত না হওয়ায় প্রস্তাবিত আইনটিতে পরিবহন মালিক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

 এ সময় পিএসসির সাবেক চেয়ারম্যান ও ফুয়ারার সভাপতি ড. ইকরাম আহাম্মেদ, যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মো. মাহাবুবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন।  

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত বছর হাই কোর্ট একটি মামলা নিষ্পত্তির সময় সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে অপরাধীর শাস্তি ৭ বছর যথেষ্ট নয় বলে জানিয়েছিল। কিন্তু প্রস্তাবিত আইনে সড়ক দুর্ঘটনার শাস্তির বিধান ৩ বছর রাখা হয়েছে। ফলে সড়কে যে মৃত্যুর মিছিল চলছে তা থামানো যাবে না। এতে প্রকৃত অপরাধীকে পার পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর